কক্সবাজারের পেকুয়ায় সিএনজিচালিত অটোরিকশায় অভিযান চালিয়ে যাত্রীর কাঁধে ঝুলানো স্কুল ব্যাগ থেকে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩টি দেশীয় তৈরি অস্ত্র (এলজি) জব্দ করেছে পুলিশ। ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) দুপুরের দিকে উপজেলার আঞ্চলিক চকরিয়া-পেকুয়া-চট্টগ্রাম (এবিসি) মহাসড়কের টইটং এলাকায় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- লক্ষীপুর সদর উপজেলার লামছড়ী এলাকার মোহাম্মদ মিজানের ছেলে রবিউল হাসান (১৮) ও একই জেলার পার্বতীপুর ইউনিয়নের সোনাপুর গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে হ্নদয় হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, অস্ত্রগুলো চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ৩ নম্বর ব্লক টুটিয়াখালী পাড়ার অস্ত্রকারবারিদের কাছ থেকে ক্রয় করে লক্ষীপুরের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছিল। পেকুয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে অস্ত্রসহ তাদের আটক করে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে। সোমবার আদালতে হাজির করা হবে।