আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, খবরটি শুনেছি। আর পরিবারের অভিযোগ না থাকায় থানায় কোনো অস্বাভাবিক মৃত্যু মামলা হয়নি।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Sirajgonj
আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত
আম কুড়াতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় কৃষক নিহত |নয়া দিগন্ত

ঝড়ের সময় আঞ্চলিক সড়কের পাশে থাকা গাছের আম কুড়ানোর সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো: হাতেম আলী (৫৩) নামের এক কৃষক নিহত হয়েছেন।

সোমবার (১৯ মে) দুপুরের দিকে উপজেলার তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত হাতেম আলী মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে। বিষয়টি ওই এলাকার বাসিন্দা কলেজ অধ্যক্ষ মো: আবু তালেব নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, ঘড়গ্রাম গৌরিপুর গ্রামের মরহুম জসিম উদ্দিনের ছেলে মো: হাতেম আলী বাড়ি সংলগ্ন তাড়াশ মহিষলুটি আঞ্চলিক সড়কের বৃ-পাঁচান তিন মাথার মোড়ে চা স্টলে বসে ছিলেন। এ সময় ঝড় আসে। তখন সেখানে বসে থাকা হাতেম আলী অন্যদের সাথে আঞ্চলিক সড়কের পাশে থাকা আম গাছের আম পড়তে দেখে তিনি সড়কের ওপর থেকে তা কুড়ানোর যান। এ সময় তাড়াশের দিক থেকে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল সেখানে হাতেম আলীকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

সে সময় সেখানে থাকা লোকজন আহত হাতেম আলীকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাটোর পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সের মধ্যে হাতেম আলী মারা যান।

এ বিষয়ে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউর রহমান জানান, খবরটি শুনেছি। আর পরিবারের অভিযোগ না থাকায় থানায় কোনো অস্বাভাবিক মৃত্যু মামলা হয়নি।