জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তরুণের মৃত্যু

সরিষাবাড়ী, (জামালপুর) সংবাদদাতা
মেহেদী হাসান (২০)
মেহেদী হাসান (২০) |নয়া দিগন্ত

জামালপুর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেহেদী হাসান (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে উপজেলার সিমলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মেহেদী হাসান পাশের মাদারগঞ্জ উপজেলার শুকনো গাড়ি এলাকায় ইতালি প্রবাসী লানজু মিয়ার ছেলে। বর্তমানে তিনি উপজেলা সিমলা পল্লী পূর্ব এলাকায় তার মায়ের সাথে বসবাস করছিলেন।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৃহস্পতিবার রাতে মেহেদী হাসান তার বাড়ি থেকে বের হয়ে বাস স্ট্যান্ডে আসার পথে দুর্ঘটনায় পড়েন। এদিন সন্ধ্যায় সরিষাবাড়ী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেন সিমলা পল্লী রেল ক্রসিং পার হওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় পাশের খাদে পড়ে যান এবং ঘটনাস্থলেই মারা যান।