বানারীপাড়ায় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল গ্রেফতার

জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য মোটা অংকের অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Barishal
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল
গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম হোসেন বাবুল |নয়া দিগন্ত

বরিশালের বানারীপাড়ায় ফ্যাসিস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শনিবার (২০ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের বাকপুর গ্রামের নিজ বাড়ি থেকে বানারীপাড়া থানা পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।

ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল গোলন্দাজ শেখ হাসিনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও তথাকথিত বরিশাল বিভাগ উন্নয়ন ফোরামের সভাপতি।

তিনি ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত দু’টি তথাকথিত বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।

আওয়ামী লীগের বড় ডোনার খ্যাত ক্যাপ্টেন মোয়াজ্জেম হোসেন বাবুলের বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার আন্দোলনকে নস্যাৎ করার জন্য ফ্যাসিস্টদেরকে মোটা অংকের অর্থ যোগান দেয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ব্যাপারে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবর রহমান জানান, ডেভিল হ্যান্ট ফেজ-২ অপারেশনের অংশ হিসেবে যৌথভাবে অভিযান চালিয়ে মোয়াজ্জেম হোসেনকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে। তিনি বর্তমানে ডিবি হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে কোন থানায় কি মামলা রয়েছে সে বিষয়ে খোঁজ খবর নেয়া হচ্ছে।