লালমনিরহাটে আইএলএসটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ

নিয়োগবিধি সংশোধন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত পদে মন্ত্রণালয়ের অধীনে ৪ বছরের ডিপ্লোমাধারীদের অগ্রাধিকারের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) সকাল তুষভান্ডারে আইএলএসটি কলেজের ক্যাম্পাসের সামনে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

সাব্বির আহমেদ লাভলু, লালমনিরহাট

Location :

Lalmonirhat
নিয়োগবিধি সংশোধনের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে আইএলএসটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ
নিয়োগবিধি সংশোধনের দাবিতে লালমনিরহাটের কালীগঞ্জে আইএলএসটি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ |নয়া দিগন্ত

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ইনস্টিটিউট অব লাইভস্টক সায়েন্স অ্যান্ড টেকনোলজির (আইএলএসটি) শিক্ষার্থীরা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করেছেন।

নিয়োগবিধি সংশোধন করে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্ধারিত পদে মন্ত্রণালয়ের অধীনে ৪ বছরের ডিপ্লোমাধারীদের অগ্রাধিকারের দাবিতে বুধবার (১৯ নভেম্বর) সকাল তুষভান্ডারে আইএলএসটি কলেজের ক্যাম্পাসের সামনে ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভে অংশ নেয়া শিক্ষার্থীরা হাতে বিভিন্ন প্লেকার্ড নিয়ে শ্লোগান দিতে থাকেন। প্রায় ৩ ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক বন্ধ থাকায় বুড়িমারী স্থলবন্দর থেকে আসা ও স্থলবন্দরগামী গাড়ির দীর্ঘ যানজট হয় দেখা দেয়। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, প্রাণিসম্পদ খাতে দক্ষ জনবল গড়তে আইএলএসটিতে 'ডিপ্লোমা ইন লাইভস্টক' কোর্সে এসএসসি পাসের পর শিক্ষার্থী ভর্তি করা হয়। চার বছর মেয়াদে এই কোর্স সম্পন্ন করতে হয়, তত্ত্ব, ল্যাবরেটরি, মাঠ প্রশিক্ষণ—সব মিলিয়ে তারা তৈরি হন দক্ষ জনবল হিসেবে। অথচ টেকিনিক্যাল পদে সাধারণ শিক্ষার্থীরা আবেদন করতে পারায় তারা দক্ষ হলেও বঞ্চিত হচ্ছেন। চার বছর মেয়াদি প্রশিক্ষণ নিয়ে বের হওয়া শিক্ষার্থীরা এখন বেকার।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঢাকায় দফায় দফায় আন্দোলনের পর আলোচনায় কোরো সুরাহা না হওয়ায় তারা সড়ক অররোধ করেছেন।

মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের বিভাগীয় পরিচালক ও কালীগঞ্জ উপজেলা আইএলএসটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. আব্দুল হাই সরকার বলেন, 'শিক্ষার্থীদের দাবিগুলো যৌক্তিক। আমরা বিষয়টি মন্ত্রণালয়ে জানিয়েছি। আশা করছি, দ্রুত সমাধান আসবে। পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় শিক্ষার্থীদের বুঝিয়ে ক্যাম্পাসে ফিরিয়ে আনা হয়েছে।’