আশুগঞ্জে বগি লাইনচ্যুত, সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ

ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর স্টেশনে ঢোকার পর ইঞ্জিনের পরবর্তী বগিটি লাইনচ্যুত হয়। এ কারণে ডাউনলাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্থগিত রয়েছে।

এমজেএইচ জামিল, সিলেট ব্যুরো

Location :

Sylhet
সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারি স্টেশন মাস্টার অশোক চন্দ্র দাস জানান, দুপুরে ঢাকা থেকে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি তালশহর স্টেশনে ঢোকার পর ইঞ্জিনের পরবর্তী বগিটি লাইনচ্যুত হয়।

এ কারণে ডাউনলাইনে ঢাকার সাথে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্থগিত রয়েছে। দুর্ঘটনাকবলিত বগিটি উদ্ধারের জন্য আখাউড়া জংশন থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার মো: নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রেনের একটি বগির একটি চাকা লাইনচ্যুত হয়েছে। তবে এক লাইনে ট্রেন আপ-ডাউন করছে। ট্রেন উদ্ধারে আখাউড়া লোকোশেডে খবর দেয়া হয়েছে।

তিনি আশা করছেন দ্রুত বগি উদ্ধার করে যোগাযোগ পুনরায় চালু করা সম্ভব হবে।

এ ব্যাপারে সিলেট রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবুল হোসেন নয়া দিগন্তকে জানান, বিষয়টি আমাদের জানা নেই। এরমধ্যে কোনো ট্রেন সিলেট এসেছে কিনা খোঁজ নিয়ে জানতে হবে।