ভোলার চরফ্যাশনে এসএসসি/দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চরফ্যাশন উপজেলা শাখা।
শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদরাসার হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভোলা-৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল।
প্রধান বক্তা ছিলেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ও সাবেক রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি সোহেল রানা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট এনামুল হক রায়হান, সাবেক শিবির নেতা আবু জাফর, ছাত্রশিবির ভোলা জেলা শাখার সভাপতি জসীমউদ্দীন হাওলাদার, সেক্রেটারি আবদুল হালিম আল যায়েদ।
অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্টসহ উপহার সামগ্রী তুলে দেন।
শিবিরের উপজেলা সভাপতি মাহাদী হাসান সজিবের সভাপতিত্বে এ সময় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদেরকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়।
একাধিক কৃতী শিক্ষার্থী সাংবাদিকদের বলেন, ছাত্রশিবির উপজেলা পর্যায়ে আমাদেরকে যে সংবর্ধনা দিয়েছি, তা সত্যিই চমৎকার উদ্যোগ। আমরা তাদের আয়োজনকে স্বাগত জানাচ্ছি।