বগুড়ায় বিভাগ দাবিতে মানববন্ধন

বগুড়া অঞ্চলের রয়েছে অনেক পুরোনো সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে বগুড়া বিভাগ দাবি বগুড়াবাসীর প্রাণের দাবি। অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে বগুড়াকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরো বেশি।

আবুল কালাম আজাদ, বগুড়া অফিস

Location :

Bogra Sadar
বগুড়ায় বিভাগ দাবিতে মানববন্ধন
বগুড়ায় বিভাগ দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

উত্তরাঞ্চলের প্রাণকেন্দ্র বগুড়ায় বিভাগ চাই দাবিতে মানববন্ধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) বেলা ১১টার দিকে শহরের সাতমাথায় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ মানববন্ধনে অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন শামীম আহসান, হাবিবা হায়দার লিচু, অধ্যক্ষ রফিকুল ইসলাম, সৈয়দ ফজলে রাব্বি ডলার, জহুরুল ইসলাম, ডক্টর হারুন অর রশিদ, মাসুদুর রহমান, রাকিব বিশ্বাস প্রমুখ।

প্রস্তাবিত বিভাগের পাঁচটি জেলা হলো- বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, নওগাঁ ও সিরাজগঞ্জ।

বক্তারা বলেন, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার বগুড়া। ভৌগোলিক অবস্থান, আয়তন-ইতিহাস, ঐতিহ্য, শিল্প-কলকারখানা, শিক্ষা, স্বাস্থ্য সেবা, ফসল উৎপাদনসহ সবদিক থেকে এগিয়ে বগুড়া। বগুড়াকে বিভাগ করার জন্য যা যা প্রয়োজন তার সবকিছুই বিদ্যমান। অথচ বগুড়াকে বঞ্চিত করা হচ্ছে। অন্তর্বতী সরকারের কাছে আমাদের দাবি আয়তন এবং অন্য দিক বিবেচনা করে বগুড়াকে বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে।

বক্তারা আরো বলেন, বগুড়া অঞ্চলের রয়েছে অনেক পুরোনো সংস্কৃতি। তাই সময়ের প্রয়োজনে বৃহত্তর জনগোষ্ঠীর জীবন মানের উন্নয়নে বগুড়া বিভাগ দাবি বগুড়াবাসীর প্রাণের দাবি। অর্থনৈতিক সম্ভাবনার নিরিখে বগুড়াকে বিভাগ ঘোষণার যৌক্তিকতা আরো বেশি। তাই জনস্বার্থের কথা বিবেচনা করে বগুড়াকে বিভাগ ঘোষণার দাবি জানাচ্ছি।

মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক কার্যালয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন। এর আগে একই দাবিতে বগুড়া প্রেসক্লাবে গত ১১ জুন সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।