দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন বিএসএফের

দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকায় পুশ ইন করার সময় বিজিবি তাদের আটক করে।

ফজলুল হক রোমান, নেত্রকোনা
দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন বিএসএফের
দুর্গাপুর সীমান্ত দিয়ে ৩২ জনকে পুশ ইন বিএসএফের |নয়া দিগন্ত

নেত্রকোনার সুসং দুর্গাপুর সীমান্ত দিয়ে শিশু, নারীসহ ৩২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ।

বুধবার (৪ জুন) বিকেলে নয়া দিগন্তকে বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান।

পুশ ইন করাদের মধ্যে রয়েছেন এক শিশু, নয়জন পুরুষ ও ২২ জন নারী। এ ছাড়া গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাসদস্য অভিযান চালিয়ে দুর্গাপুর বাজার থেকে আটজনকে আটক করেছে।

এর আগে আজ বুধবার ভোর ৩টার দিকে উপজেলার বিজয়পুর সীমান্ত দিয়ে ওই সব নারী-পুরুষদের বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন নেত্রকোনা ৩১ বিজিবির সহকারী পরিচালক আব্দুল আওয়াল।

বিজিবি জানায়, দুর্গাপুর উপজেলার বিজয়পুর বিওপির ১১৪৮/৬ এস থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জগৎকুড়া এলাকায় পুশ ইন করার সময় বিজিবি তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের বাড়ি বাগেরহাট, সাতক্ষীরা, যশোর, ঢাকা, জামালপুর, নড়াইল, খুলনা, দিনাজপুর, ব্রাক্ষণবাড়িয়া, শেরপুর ও টাঙ্গাইল জেলায় অবস্থিত। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান নয়া দিগন্তকে জানান, এ বিষয়ে মামলা করা হয়েছে। আটকদের সংশ্লিষ্ট আদালতে হাজির করার জন্য নেত্রকোনার উদ্দেশে পাঠানো হয়েছে।