ঈশ্বরদীতে ইসলামী ব্যাংকে নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন

২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ উৎকোচের মাধ্যমে পরীক্ষাবিহীনভাবে অবৈধ নিয়োগ দিয়েছে, যা দেশের ব্যাংকিং খাতে মেধা ও দক্ষতার বিপরীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা।

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা

Location :

Pabna
ইসলামী ব্যাংকে নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন
ইসলামী ব্যাংকে নিয়োগ বাতিলের দাবিতে গ্রাহকদের মানববন্ধন |নয়া দিগন্ত

ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে পাবনার ঈশ্বরদীতে মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম ও বৈষম্যবিরোধী চাকরি প্রত্যাশী পরিষদ।

আজ মঙ্গলবার সকালে শহরের স্টেশন রোডে অবস্থিত নাসিম টাওয়ারের সামনে ইসলামী ব্যাংক ঈশ্বরদী শাখার সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

মানববন্ধনে বক্তারা ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের অপসারণসহ চার দফা দাবি তুলে ধরেন।

তারা অভিযোগ করেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এস আলম গ্রুপ উৎকোচের মাধ্যমে পরীক্ষাবিহীনভাবে অবৈধ নিয়োগ দিয়েছে, যা দেশের ব্যাংকিং খাতে মেধা ও দক্ষতার বিপরীতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অপচেষ্টা।

ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান অ্যান্ড ওয়েলফেয়ার (আইবিডব্লিউএফ) ঈশ্বরদী উপজেলা সভাপতি জামিলুর রহমান সবুজের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পাবনা জেলা অটো চাউল কল মালিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সবুজ, এফবিএল ফুডস অ্যান্ড ইস্পাইসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক পারভেজ আহমেদ বিশ্বাস, এস টি হার্ডওয়্যারের প্রোপ্রাইটর আমানুল্লাহ তুহিন, ঈশ্বরদী ক্রিকেট একাডেমির পরিচালক মারুফ হোসেন, ব্যাংকের গ্রাহক মাওলানা ইমরান হোসাইন, মাওলানা আতাউর রহমান সাঈফী এবং হাফেজ মাওলানা আলিফ হোসাইন।

বক্তারা বলেন, এস আলম গ্রুপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করে তাদের নিয়ন্ত্রিত অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। একইসাথে সরকার কর্তৃক জব্দকৃত সম্পদের মাধ্যমে এস আলমের দায়-দেনা সমন্বয় করে সাধারণ গ্রাহকদের ভোগান্তি দূর করার দাবি জানান তারা।