কুমিল্লায় এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল ছাত্রশিবির

অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুল, ফয়েজুন্নেসা স্কুল, ইবনে তাইমিয়া স্কুলসহ জেলার বিভিন্ন স্কুলের ৮৮৫ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।

হাবিবুর রহমান চৌধুরী, কুমিল্লা

Location :

Cumilla
জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয় ছাত্রশিবির
জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দেয় ছাত্রশিবির |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কুমিল্লা মহানগরের উদ্যোগে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়।

কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের সভাপতি মো: হাছান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শিবিরের কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মোজাফ্ফর হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুল আলম হেলাল।

এ সময় আরো বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর ছাত্রশিবিরের অফিস সম্পাদক ডা: আবদুল্লাহ খান, আইটি সম্পাদক আকিব আবদুল্লাহ। এছাড়া জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাদিয়া আফরিন তুলি, সামিয়া ইসলাম নিহা ও মো: আলী জিহাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর শিবিরের সেক্রেটারি নাজমুল হাসান পঞ্চায়েত।

অনুষ্ঠানে কুমিল্লা জিলা স্কুল, ফয়েজুন্নেসা স্কুল, ইবনে তাইমিয়া স্কুলসহ জেলার বিভিন্ন স্কুলের ৮৮৫ জন শিক্ষার্থীকে এ সংবর্ধনা দেয়া হয়।