জীবননগর (চুয়াডাঙ্গা) সংবাদদাতা
চুয়াডাঙ্গার জীবননগরে তিনটি স্বর্ণের বারসহ মাহাবুল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার চ্যাংখালী-গোয়ালপাড়া সড়কের ‘মেসার্স জাঁকাউল্লাহ ব্রিকস’ নামক ইটভাটার পাশের সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) আওতাধীন বেনীপুর বিওপির একটি বিশেষ টহলদল।
বিজিবি সূত্রে জানা গেছে, বেনীপুর বিওপির সুবেদার মো: মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মোটরসাইকেলচালক মাহাবুল হোসেনকে থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে তিনটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। পাশাপাশি তার ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।
বিজিবির ধারণা, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল।
বিজিবি আরো জানায়, গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, বিজিবির পক্ষ থেকে থানায় এখন পর্যন্ত কোনো লিখিত দেয়া হয়নি।



