বান্দরবানে সেনাবাহিনীর পক্ষ থেকে চার শতাধিক গরিব অসহায় দুঃস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
রোববার (৩১ আগস্ট) সকাদলে বান্দরবান সেনা রিজিয়নের ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সেনানিবাসে দিনব্যাপী এই চিকিৎসা সেবা দেয়া হয়।
সেই সাথে রোগীদের আর্থিক সহায়তা ও বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।
বান্দরবান শহর ও আশেপাশে এলাকার বিভিন্ন জায়গা থেকে রোগীরা এসে সেনাবাহিনীর বিনামূল্যে এই চিকিৎসা সেবা গ্রহণ করেন।
এতে উপস্থিত ছিলেন সেভেন ফিল্ড অ্যাম্বুলেন্সের উপ-অধিনায়ক ডা: মেজর সাইফুল ইসলাম, ক্যাপ্টেন মো: আবু সায়েম, ক্যাপ্টেন বুশরা তুল জান্নাত।
চিকিৎসা শেষে রোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সেনা কর্মকর্তারা।
বিভিন্ন সময়ে বান্দরবান সেনা রিজজিয়নের আওতাধীন ৭ ফিল্ড অ্যাম্বুলেন্স বান্দরবান জেলা শহর ও দুর্গম এলাকায় রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে থাকে।