বরিশালে ছাত্রদল নেতা হত্যা মামলায় ১২ আসামি কারাগারে

ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় ঘোষণাকে কেন্দ্র করে গত ১৭ নভেম্বর বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মিষ্টি বিতরণকে ঘিরে সংঘর্ষে ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়।

মো: রফিকুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল)

Location :

Babuganj
বাবুগঞ্জ থানা, বরিশাল
বাবুগঞ্জ থানা, বরিশাল |নয়া দিগন্ত

বরিশালের বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা রবিউল ইসলাম হত্যা মামলায় ১২ আসামিকে কারাগারে পাঠিয়েছেন বরিশাল জেলা ও দায়রা জজ আদালত।

সোমবার (২২ ডিসেম্বর) হত্যা মামলায় হাজির হয়ে জামিনের প্রার্থনা করলে আবেদন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- নাবিদ হাসান শান্ত, মিজানুর রহমান কবিরাজ, মো: বাবুল হাওলাদার, সফিউল আজম শাহিন ফরাজী, সাইদুর রহমান, মো: সোহাগ, সফিকুল ইসলাম সবুজ হাওলাদার, রফিক মুন্সি, সুমন ব্যাপারী, আব্দুল্লাহ হাওলাদার, এমদাদুল হক মিলন ও তার ভাই জহিরুল ইসলাম।

গত ১৭ নভেম্বর জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনার ফাঁসির রায় দেয়ায় বরিশালের বাবুগঞ্জের জাহাঙ্গীরনগর ইউনিয়ন ছাত্রদল মিষ্টি বিতরণ করে। এ কর্মসূচিকে কেন্দ্র করে দলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সংঘর্ষে ছাত্রদলের ইউনিয়ন সহ-সভাপতি রবিউলকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহত রবিউলের বাবা মিজানুর রহমান ২১ জনের বিরুদ্ধে বাবুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কারাগারে পাঠানো সবাই মামলার এজাহারভুক্ত আসামি, এতদিন তারা জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজিরা দিতে এলে তাদের কারাগারে পাঠানো হয়।

আদালতের বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানান, ‘রবিউল হত্যা মামলার এ ১২ জন আসামি এতদিন উচ্চ আদালতের দেয়া জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষ হওয়ায় তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন। পরে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’