চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে বসতবাড়িতে আগুনে পুড়ে গীতা রানি ঘোষ (৬৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়েছেন একই পরিবারের আরো তিনজন।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে মোহরার মল্লর বাড়িতে এ ঘটনা ঘটে।
অন্য দগ্ধরা হলেন গীতা রানি ঘোষের ছেলে বিপ্লব ঘোষ (৪৯), তার স্ত্রী কনা ঘোষ (৩৫) ও মেয়ে শশী ঘোষ (১০)। তাদের প্রথমে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে শশী ঘোষকে মঙ্গলবার সকালে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে পাঠানো হয়। পরে অন্য দু’জনকেও ঢাকায় পাঠানো হয়েছে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: ফখরুদ্দিন জানান, খবর পেয়ে দু’টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। সেমিপাকা ওই ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। দগ্ধ তিনজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।