বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের সহযোগিতায় লিডিং ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে ‘প্রফেশনাল সিএমএ কোয়ালিফিকেশন— অ্যান এক্সাইটিং সাক্সেস রুট’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের গ্যালারি-১ এ অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন।
এ সময় তিনি সিএমএ ডিগ্রিধারীদের রয়েছে সহজ সাফল্যের সুযোগ উল্লেখ করে বলেন, এটি শিক্ষার্থীদের ফিন্যান্স, অ্যাকাউন্টিং, ব্যবসায়িক বিশ্লেষণ এবং কৌশলগত ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়ে তুলতে সাহায্য করে।
শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করার জন্য তিনি কি-নোট স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সির পরিধি বিস্তৃত উল্লেখ করে সেমিনারে কি-নোট স্পিকার হিসেবে ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জয়নব সরকার বলেন, যদিও সিএ অ্যাকাউন্টিং, অডিট, ট্যাক্সেশন এবং আর্থিক প্রতিবেদনের জন্য ব্যাপকভাবে স্বীকৃত, কিন্তু সিএমএ এমন শিক্ষার্থীদের জন্য ডিজাইন করা হয়েছে, যারা কস্ট অ্যাকাউন্টিং, কৌশলগত ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণে দক্ষতা অর্জনের লক্ষ্যে কাজ করে থাকেন।
তিনি বলেন, সিএমএ অধ্যয়নরত শিক্ষার্থীরা শীর্ষস্থানীয় কোম্পানিগুলোতে সহজে কাজ করতে পারেন এবং ভালো বেতন পেতে পারেন।
ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোহাম্মদ শাহানশাহ মোল্লার সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভূঁইয়া।
এতে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো: মফিজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক এএসএম সুফিয়ান পাবেল।



