মধুপুরে মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষ : ঘটনার প্রতিবাদে বিক্ষোভ-সমাবেশ

মনোনয়ন না পেয়ে মোহাম্মদ আলী তার সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। তাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করে মধুপুরকে শান্তিপূর্ণ অবস্থানে রাখার আহ্বান জানাই।

মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Tangail
মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষে ঘটনায় বিক্ষোভ
মনোনয়ন দ্বন্দ্বে সংঘর্ষে ঘটনায় বিক্ষোভ |নয়া দিগন্ত

টাঙ্গাইলের মধুপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বকে কেন্দ্র করে দুই গ্রুপে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মনোনয়নপ্রাপ্ত ফকির মাহবুব আনাম স্বপনের সমর্থকরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় মধুপুর উপজেলা বিএনপি কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো কার্যালয়ের সামনে এসে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার। সিনিয়র সহ-সভাপতি এম রতন হায়দারের পরিচালনায় বক্তব্য দেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, ধনবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক, মধুপুর পৌর বিএনপির সভাপতি খুররম খান ইউসুফজী প্রিন্স ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেনসহ অন্য নেতারা।

বক্তারা বুধবারের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় আহত নেতাকর্মী ও ভাঙচুরের জন্য মনোনয়ন বঞ্চিত কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলীকে দায়ী করে তার বহিষ্কারের দাবি জানান।

তারা বলেন, মনোনয়ন না পেয়ে মোহাম্মদ আলী তার সন্ত্রাসীদের দিয়ে ভাঙচুর ও নেতাকর্মীদের উপর আক্রমণ করেছে। তাই অনতিবিলম্বে তাকে বহিষ্কার করে মধুপুরকে শান্তিপূর্ণ অবস্থানে রাখার আহ্বান জানাই।