কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়ন এর ভুরকাপাড়া গ্রামের বজলুর রহমান। পেশায় তিনি একজন চাকরিজীবি। জমির নামজারি সংক্রান্ত সমস্যা নিয়ে রোববার বেলা ১২টার দিকে গিয়েছেন উপজেলা ভুমি অফিসে। অফিসের লোকদের পরামর্শে ভূমি মেলার একটি স্টলে তার সমস্যা উপস্থাপন করেন। সেখানে দ্বায়িত্বপ্রাপ্ত সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আনিছুর রহমান প্রয়োজনীয় কাগজপত্র দেখে তাৎক্ষণিক সমস্যার সমাধান করে দেন।
একই সময় সেবা নিতে আসেন আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া গ্রামের জামিরুল ইসলাম। রেজিস্ট্রেশন না থাকায় ভূমি উন্নয়ন কর দিতে পারছিলেন না তিনি। মেলায় উপস্থিত সেবাদাতা কর্মকর্তারা জামিরুলের রেজিস্ট্রেশন শেষে ভূমি উন্নয়ন কর প্রদান কাজ সম্পন্ন করে দেন। কোনো ঝামেলা ছাড়াই ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় সেবা পেয়ে খুশি সেবা গ্রহীতারা।
‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’ এই শ্লোগান নিয়ে রোববার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে তিন দিন ব্যাপী ভূমি মেলা ২০২৫ উদ্বোধন করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী। পরে এ উপলক্ষে র্যালি শেষে উপজেলা হলরুমে দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা নুরুজ্জামান হাবলু, আরিফুল ইসলাম নান্নু, সাংবাদিক আহমেদ রাজু, সাইফুল ইসলাম, আহাদ আলী নয়ন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা রকি আহমেদ প্রমুখ। এ সময় উপস্থিত বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন ও তা সমাধানের আশ্বাস দেন ইউএনও। মঙ্গলবার পর্যন্ত চলতে এই ভূমি মেলা।
মেলায় ভূমি সেবা নিতে যাওয়া বজলুর রহমান জানান, ভূমি মেলার স্টলগুলো থেকে সমস্যার তাৎক্ষণিক সমাধান পেয়ে ভালো লাগছে। মেলায় তার মতো ভূমি সংক্রান্ত সমস্যা নিয়ে অনেকে এসেছেন। তারাও সমাধান পাচ্ছেন।
সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) আনিছুর রহমান বলেন, মেলায় অনেকগুলো স্টল দেয়া হয়েছে। সেবা গ্রহীতাদের ভূমি সংক্রান্ত সমস্যার প্রয়োজনীয় সমাধান ও পরামর্শ প্রদান করা হচ্ছে।
দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, মেলায় ভূমি সংক্রান্ত সেবা প্রদানের জন্য প্রয়োজনীয় সকল পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিত রাখা হয়েছে। মেলায় জমির নামজারি, ভূমি উন্নয়ন কর রেজিস্ট্রেশন, ভূমি কর প্রদান, ভূমি মামলা সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শসহ বিভিন্ন সেবা দেয়া হচ্ছে।