নেত্রকোনায় হাওর থেকে যুবকের লাশ উদ্ধার

রোববার সকালে উপজেলার ফেকনি হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

ফজলুল হক রোমান, নেত্রকোনা

Location :

Netrokona
নয়া দিগন্ত

নেত্রকোনা মদনের এক হাওর থেকে দিদারুল ইসলাম (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার ফেকনি হাওর থেকে এ লাশ উদ্ধার করা হয়।

নিহত দিদারুল উপজেলার তিয়শ্রী ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের রহিছ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, দিদারুল শনিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। পরে স্বজনরা খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি। পরদিন রোববার সকালে ওই হাওরে লাশ ভাসতে দেখে থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শামসুল আলম শাহ নয়া দিগন্তকে বলেন, লাশ উদ্ধার হওয়া যুবকটি মানসিক রোগী ছিল। সম্ভবত তিনি পানিতে ডুবে গিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।