চকরিয়ায় মহাসড়কে ডাকাত দলের হামলায় যুবক নিহত

রাতে মহাসড়কে ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল আটকে আরোহীদের ওপর হামলা চালায়। এ সময় মাহমুদুল হক গুরুতর আহত হন।

হুমায়ুন কবির জুশান, উখিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
মাহমুদুল হক
মাহমুদুল হক |নয়া দিগন্ত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মালুমঘাট ঢালায় সশস্ত্র ডাকাত দলের হামলায় মাহমুদুল হক (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরো চারজন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মহাসড়কে ডাকাত দল রশি টেনে মোটরসাইকেল আটকে আরোহীদের ওপর হামলা চালায়। উখিয়ার বালুখালী এলাকার বাসিন্দা মাহমুদুল হককে গুরুতর আহত অবস্থায় চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আহত চারজনকেও হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে দু'জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান চিকিৎসকরা।

এদিকে স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ওই ঢালায় ডাকাত দলের দৌরাত্ম্য চলছে। প্রায়ই গভীর রাতে যাত্রী ও গাড়িচালকদের মারধর করে লুটপাটের ঘটনা ঘটলেও কার্যকর পদক্ষেপ নেয়া হচ্ছে না। এতে সাধারণ মানুষ আতঙ্কে রয়েছেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান শুরু করেছে। খুব দ্রুতই ডাকাত দলের সদস্যদের আইনের আওতায় আনা হবে।