পানছড়ির ভারত সীমান্তে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমতলী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা

Location :

Panchhari
পানছড়ির ভারত সীমান্তে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি
পানছড়ির ভারত সীমান্তে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি |নয়া দিগন্ত

খাগড়াছড়ির পানছড়িতে ভারত সীমান্ত এলাকা থেকে বিপুল সংখ্যক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার আমতলী এলাকা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, বিজিবির নিয়মিত টহল চলাকালে সুবেদার মো: শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে মালিকানাবিহীন অবস্থায় ৭২টি দা, আটটি কুড়াল ও ১০টি বনলতা সালশা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত দেশীয় অস্ত্রগুলো বর্তমানে বৌদ্ধমনিপাড়া সীমান্তের বিজিবি ক্যাম্পে সংরক্ষিত আছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।

সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।