টানা বৃষ্টিতে পটুয়াখালীর নিম্নাঞ্চল প্লাবিত

টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।

মো: জসিম উদ্দিন, দুমকি (পটুয়াখালী)

Location :

Patuakhali
বৃষ্টিতে তলিয়ে গেছে নিন্মাঞ্চল
বৃষ্টিতে তলিয়ে গেছে নিন্মাঞ্চল |নয়া দিগন্ত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব আর গত চার দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে মাঠঘাট, ফসলি জমি, পুকুর ডোবা, গ্রামীণ রাস্তাঘাট তলিয়ে থাকায় ঘরবন্দি হয়ে থাকতে দেখা গেছে।

জানা গেছে, টানা বৃষ্টি ও পায়রা নদীর বৃদ্ধি পাওয়া জোয়ারের পানিতে উপজেলার পাংগাশিয়া ইউনিয়নের রাজগঞ্জ-চান্দখালী, বাঁশবুনিয়া, হাজিরহাট, আলগি, আংগারিয়া ইউনিয়নের বাহেরচর, জলিশা কদমতলা ও মুরাদিয়া ইউনিয়নের উত্তর মুরাদিয়া, সন্তোষদি, চরগরবদি, দক্ষিণ মুরাদিয়ার কলাগাছিয়া এবং লেবুখালী ইউনিয়নের লেবুখালী, আঠারগাছিয়া, কার্ত্তিকপাশাসহ আশপাশের নিম্নাঞ্চল তলিয়ে গেছে।

স্থানীয়রা জানায়, শহরের প্রাণকেন্দ্র উপজেলা কমপ্লেক্সের চত্বরে পানি ঢুকে স্টাফ কোয়ার্টার, ডাকবাংলো, খেলার মাঠ ও রাস্তা তলিয়ে গেছে। পায়রা, পাতাবুনিয়া ও মুরাদিয়া নদীর তীরবর্তী ওয়াপদা বেড়িবাঁধের বাইরের অবস্থা আরো ভয়াবহ। পাঁচ থেকে ছয় ফুট উচ্চতার পানিতে ওইসব এলাকার শত শত পরিবার পানিবন্দি হয়ে রয়েছে।

এছাড়া বিস্তীর্ণ এলাকার মাঠ-ঘাট ফসলি জমি, পুকুর, ডোবা, মাছের ঘের তলিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। টানা বৃষ্টি আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জনজীবনে বিপর্যস্থ হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থীসহ কর্মজীবী ও শ্রমজীবী মানুষ।