সোনাতলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩

বগুড়ার সোনাতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

Location :

Sonatala
সোনাতলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩
সোনাতলায় ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩ |নয়া দিগন্ত

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা

বগুড়ার সোনাতলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- শ্রী গোকুল চন্দ্র সাহা (৪২), মো: তোফায়েল আহম্মেদ (১৯) এবং মো: ইমরান হোসেন মিলন (৩৪)।

এর মধ্যে মো: ইমরান হোসেন মিলন গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে।

ডিবি সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটে বগুড়া জেলার সোনাতলা থানাধীন মাদরাসা মোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উজিরপাড়া এলাকার একটি মুদি দোকানের সামনে থেকে প্রথমে শ্রী গোকুল চন্দ্র সাহাকে আটক করা হয়।

তল্লাশিকালে তার হাতে থাকা সাদা পলিথিনের ভেতর থেকে হালকা গোলাপি রঙের ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৫ গ্রাম। উদ্ধারকৃত আলামত ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গোকুল চন্দ্র সাহা স্বীকার করেন, তিনি মো: তোফায়েল আহম্মেদ ও মোঃ ইমরান হোসেন মিলনের মাধ্যমে চোরাই পথে ইয়াবা সংগ্রহ করতেন।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল একই দিন বিকেলে শাহাবাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে থেকে মো: তোফায়েল আহম্মেদ এবং সোনাতলা পৌরসভার সামনে থেকে মো: ইমরান হোসেন মিলনকে আটক করে।

ডিবি আরো জানায়, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ইয়াবা সংগ্রহ, সংরক্ষণ ও বিক্রয়ের সাথে জড়িত ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ও ৪১ ধারায় সোনাতলা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এধরনের মাদক কারবারির সাথে যে জড়িত থাকবে আইনের আওতায় আনা হোক।

জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) কর্মরত সাব-ইন্সপেক্টর শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।