রহস্যজনক মৃত্যু

আনোয়ারায় পুকুর থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার

‘দুপুরে তিন ঘণ্টার ছুটিতে ইয়াসিন গোসল করতে যায়। অনেক সময় ধরে না ফেরায় আমরা খোঁজ নিতে গিয়ে পুকুরঘাটে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই।’

মো: নূরুল কবির, আনোয়ারা (চট্টগ্রাম)

Location :

Anwara
আনোয়ারায় পুকুর থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
আনোয়ারায় পুকুর থেকে দোকান কর্মচারীর লাশ উদ্ধার |নয়া দিগন্ত

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় পুকুরে গোসল করতে গিয়ে ইয়াসিন (২২) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।

রোববার (৩ আগস্ট) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে এ ঘটনা ঘটে।

নিহতের পরিচয় নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্র জানায়, ইয়াসিন আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের পাশে অবস্থিত মরিয়ম হোটেলে প্রায় তিন বছর ধরে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি কক্সবাজার জেলার রামু উপজেলায় এবং পিতার নাম তপন মল্লিক বলে প্রাথমিকভাবে জানা গেছে।

তবে হোটেল কর্তৃপক্ষ তার স্থায়ী ঠিকানা বা বিস্তারিত কোনো তথ্য জানাতে পারেনি।

মরিয়ম হোটেলের দায়িত্বপ্রাপ্ত রফিকুল ইসলাম বলেন, ‘দুপুরে তিন ঘণ্টার ছুটিতে ইয়াসিন গোসল করতে যায়। অনেক সময় ধরে না ফেরায় আমরা খোঁজ নিতে গিয়ে পুকুরঘাটে তাকে না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেই।’

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের লিডার মুজিবুর রহমান বলেন, ‘দুপুর ১২টা ২৫ মিনিটে উদ্ধার অভিযান শুরু করি। প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় ১২টা ৫৫ মিনিটে তার লাশ উদ্ধার করি।’

পরে ইয়াসিনকে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক ডা: সৈয়দ রিদোয়ানুল হক তাকে মৃত ঘোষণা করেন।

আনোয়ারা থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার বলেন, ‘প্রাথমিকভাবে তার নাম ইয়াসিন বলে জানা গেছে। তবে তার পূর্ণ পরিচয় বা পরিবারের সঠিক তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যার কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’