ফেনীর সোনাগাজীতে পরকীয়া প্রেমে বাধা দেয়ায় সুজন মিয়া (২৭) নামে এক যুবককে উপর্যুপুরি কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার চরদরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী গ্রামের জমাদার বাজারের পশ্চিম পাশে সড়কে এ ঘটনা ঘটে।
নিহত সুজন দক্ষিন চর সাহাভিকারী গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানায়, ওই দিন রাতে স্থানীয় এলাকার বখাটে মামুন প্রতিবেশীর স্ত্রীর সাথে পরকিয়ায় লিপ্ত হয়। এ সময় স্থানীয় যুবক সুজন বাধা দিলে বখাটে মামুনের নেতৃত্বে ৩/৪ জন রান্না ঘরের বটি ও দা দিয়ে সুজনকে উপর্যুপুরি কুপিয়ে পালিয়ে যায়। সুজনের আর্তচিৎকারে লোকজন এগিয়ে এসে উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ফেনী সদর হাসপাতাল ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ডাক্তার মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনার সাথে জড়িত সন্দেহে নোয়াখালীর বেগমগঞ্জ থানার মরহুম সোলেমানের ছেলে মামুন হোসেন (২৯), দক্ষিণ চর সাহাভিকারী গ্রামের কামাল হোসেনের মেয়ে আসমা আক্তার (২০), একই গ্রামের কামালের স্ত্রী লিপি আক্তার (৪০), একই গ্রামের আব্দুর রহিমের ছেলে জামশেদ আলম (৪৫) সহ চারজনকে গ্রেফতার করেছে।
সোনাগাজী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইফুল আলম জানান, পরকীয়া প্রেমে বাধা দেয়ায় খুনের মতো ঘটনা ঘটে। আমরা তাৎক্ষণিক ঘাতকসহ চারজনকে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।



