নেত্রকোনার মদন উপজেলায় গোয়ালঘর থেকে সৌরভ নামে ছয় বছরের এক শিশুর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৬ জুন) সকালে উপজেলার ফতেহপুর ইউনিয়নের দেওসহিলার গ্রামে এক গোয়ালঘর থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। শিশুটি ওই গ্রামের জনৈক সহিবুল্লার ছেলে। সৌরভ স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্লে ক্লাসের ছাত্র।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শিশু সৌরভ প্রতিদিনের মত সোমবার সকাল ৭টার দিকে অদূরে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দিয়ে আর ফিরে আসেনি। আসতে দেরি দেখে তার খোঁজ শুরু হয়। এক পর্যায়ে প্রতিবেশী বনার চৌধুরীর গোয়াল ঘরে শিশুটির রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।
গেয়াল ঘরের মালিক বনার চৌধুরী বলেন, অন্যান্য দিনের মতো সকাল ৯টার দিকে গোয়াল পরিস্কার করতে গিয়ে একটি শিশুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে ভয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে লাশ উদ্ধার করেন।
শিশুটির বাবা সহিবুল্লাহ বলেন, আবেগাপ্লুত হয়ে বলেন, ‘এমন একটি নিষ্পাপ শিশুকে কারা এভাবে খুন করল, কি অপরাধ ছিল তার? আমারও তো কোনো শত্রু ছিল না। তবে কেন এমন হলো। আমি এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার চাই’।
মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান সোমবার বিকেলে নয়া দিগন্তকে বলেন এ ব্যাপারে আমরা তদন্ত শুরু করেছি এই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ময়নাতদন্তের জন্য শিশুটির লাশ নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।



