দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

দক্ষিণ চট্টগ্রামের দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ রাশিয়ার ফিল্ডের ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন করেছেন।

পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা

Location :

Chandanaish
দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন
দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠের ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন |নয়া দিগন্ত

দক্ষিণ চট্টগ্রামের একমাত্র ঐতিহ্যবাহী পাইকারী সবজি বাজার খ্যাত চন্দনাইশ দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ রাশিয়ার ফিল্ডের ইজারা প্রক্রিয়া বন্ধের দাবিতে এলাকাবাসীসহ বিভিন্ন রাজনৈতিক দল ব্যবসায়ী সমিতিসহ সর্বস্তরের মানুষ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি,বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট,ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারেসহ অংশ গ্রহণ করেন।

সমাবেশে বক্তারা বলেন, দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী দোহাজারীর পাইকারী একমাত্র সবজিবাজারখ্যাত রেলওয়ের মাঠ বা রাশিয়ার ফিল্ট বিগত সময়ে প্রতিদিন সকালে উন্মুক্ত বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাধায় ব্যবহার হয়ে আসছে। হটাৎ করেই বাংলাদেশ রেলওয়ে উক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়া গ্রহণের মাধ্যমে লিজ দেয়ার পায়তারা শুরু করেছেন যা এলাকাবাসী কোনোভাবে মেনে নেবে না।

এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসূচি দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

সাংবাদিক এস এম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন দোহাজারী এলডিপি সভাপতি লেয়াকত আলী, মো: জামাল উদ্দীন, জামায়াত ইসলামী দোহাজারীর আমির মো: জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো: কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো: নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ ।