কুষ্টিয়ায় পদ্মা নদীতে নিখোঁজ হওয়ার নয় দিন পর শ্রমিকদল নেতা আবেদুর রহমান আন্নুর (৫৬) অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৪ নভেম্বর) রাতে ফরিদপুর সদর উপজেলার ডিগ্রিরচর ইউনিয়নের কবিরপুর এলাকায় পদ্মা নদী থেকে এ লাশ উদ্ধার করা হয়।
আন্নু কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকার মরহুম মতিয়ার রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ছিলেন।
এর আগে ১৬ নভেম্বর সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের গোপীনাথপুর মৌজার পদ্মা নদীতে নিখোঁজ হন। পর দিন ১৭ নভেম্বর আন্নুর স্ত্রী জিয়াসমিন আরা রুমা কুষ্টিয়া সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
জানা গেছে, গত ১৬ নভেম্বর সকাল ৯টার দিকে আন্নু পদ্মা নদীর হাটশ হরিপুর মোহনায় যান। সেখান থেকে সকাল ১১টার দিকে চর ভবানীপুর এলাকায় যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই বাল্কহেড ট্রলারের সাথে তার ডিঙ্গি নৌকার ধাক্কা লাগে। এতে আন্নু ও নৌকার মাঝি পানিতে পড়ে যান। স্থানীয় জেলেরা নৌকার মাঝিকে উদ্ধার করলেও শ্রমিক নেতা আন্নুর আর খোঁজ পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও কোনো কুলকিনারা পাননি। কয়েকদিন অভিযান চালিয়েও কোনো সন্ধান না পাওয়ায় অভিযান স্থগিত রাখা হয়। নিখোঁজ হওয়ার নয় দিন পর ফরিদপুরের পদ্মা থেকে তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, নিখোঁজ শ্রমিকদল নেতা আন্নুর লাশ ফরিদপুর নৌ পুলিশ উদ্ধার করেছে। পদ্মা নদী থেকে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করার মর্গে পাঠিয়েছে তারা। আন্নু বিএনপি নেতা কাজল মাজমাদারের বালু ব্যবসা দেখাশোনা করতে প্রতিদিনই পাবনার চরে যেতেন।



