উপদেষ্টা ফাওজুল কবির

লাইলাতুল ইলেকশনে দায়িত্বপালনকারী কারো রক্ষা নেই

‘আমাদের ধারণা অমুক জিতবে সুতরাং এখন তার হয়ে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবারের নির্বাচন হবে ভিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন।’

খাদেমুল বাবুল, জামালপুর

Location :

Jamalpur
সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান |নয়া দিগন্ত

‘লাইলাতুল ইলেকশনে দায়িত্বপালনকারী কেউ রক্ষা পাবে না’ জানিয়ে অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, যারা ২০১৮ সালের বিখ্যাত লাইলাতুল ইলেকশন বা রাতের ভোটের দায়িত্বে ছিলেন তাদের প্রত্যেককে অপসারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘এবার যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন তারা নূরুল হুদার কথা চিন্তা করবেন। ২০১৮ সালে যারা রাতের ইলেকশন করে মনে করেছিলেন আমরা তো পার পেয়ে গেছি। অতিরিক্ত সচিব হয়েছেন নানা রকম সুবিধা পেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত শেষ রক্ষা হয় নাই। কারণ হচ্ছে, আমরা সবাই খুব শক্তিহীন মানুষ। আমাদের আসল শক্তিটা হচ্ছে জনগণের কাছে। নির্বাচনে কে জিতবে না জিতবে, কার জোর বেশি না কম-এটা যাছাই করা সরকারি কর্মকর্তার কাজ না।’

শনিবার (৫ জুলাই) সকাল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক হাছিনা বেগমের সভাপতিত্বে সরকারি কর্মকর্তা এবং অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ফাওজুল কবির খান বলেন, ‘আমাদের ধারণা অমুক জিতবে সুতরাং এখন তার হয়ে কাজ করতে হবে, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এবারের নির্বাচন হবে ভিন্ন এবং সম্পূর্ণ ভিন্ন।’

তিনি বলেন, ‘সামনে জাতির জন্য কঠিন অগ্নিপরীক্ষা। এটা কিন্তু সঠিকভাবে পার করতে হবে। যদি না হয় তাহলে নূরুল হুদার যে পরিণতি হয়েছে। আগের ডিসি-এসপিদের যে পরিণতি হয়েছে সেই পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরো বলেন, ‘২০০৮ সালে আমি জামালপুরে এসেছিলাম। ওই সময় আমি বিদ্যুৎ সচিব ছিলাম। ওই সময় জামালপুরকে যা দেখেছি এখনো তাই দেখছি। ৬০ হাজার কোটি টাকার উন্নয়ন হলে সেই জেলার চেহারা পাল্টে যাওয়ার কথা। কিন্তু কোথায় সেই উন্নয়ন? যারা এই টাকা এনেছে তারাও এখন নেই। তাদের কাছ থেকে তো টাকা আদায়ও করা যাবে না। কারণ তারা তো পালিয়েছে।’

সভায় পুলিশ প্রশাসন, নির্বাচন কর্মকর্তাসহ রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।