সুদের টাকার জন্য গাভী নিয়ে গেল কারবারিরা!

সিবেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম তারা ৫০ টাকা ছাড়া গাভী দেবে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রোববার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান।

আকরাম হোসাইন, শেরপুর (বগুড়া)

Location :

Sherpur
সুদের টাকার জন্য গাভী নিয়ে গেল কারবারিরা!
সুদের টাকার জন্য গাভী নিয়ে গেল কারবারিরা! |সংগৃহীত

বগুড়ার শেরপুরের বিশালপুরে সুদের টাকার জন্য গাভী নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে একই এলাকার ছিরেন, চঞ্চল, অশোক ও গৌতমের বিরুদ্ধে। ৫০ হাজার টাকা সুদের ওপর নিয়ে ৭০ হাজার টাকা পরিশোধ করার পরে আরো ৫০ হাজার টাকার জন্য গাভীটি নিয়ে গেছে বলে দাবি করেছেন ভুক্তভোগী অঞ্জলী রানী (৪৫)।

এলাকাবাসী ও শেরপুর থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের নয়লাপাড়া গ্রামের অঞ্জলী রানী একই গ্রামের ভিম বর্মনের ছেলে ছিরেন বর্মন, ছফেন বর্মনের ছেলে চঞ্চল, কালু বর্মনের ছেলে গৌতম বর্মন, প্রভাত বর্মনের ছেলে অশোক বর্মনের নিকট থেকে দুই বছর আগে ৫০ হাজার টাকা সুদের ওপর নেয়। অঞ্জলী তাদের ৭০ হাজার টাকা পরিশোধ করলেও বেশ কিছুদিন হলো তারা আরো ৫০ হাজার টাকার দাবিতে নানা রকম হুমকি দিয়ে আসছিল।

এরই ধারাবাহিকতায় গত মঙ্গলবার দিনের বেলায় মাঠ হতে অঞ্জলীর সাত মাসের গর্ভবতী গাভীটি জোর করে নিয়ে যায়। পরে অঞ্জলী জানতে পেরে গাভীটি আনতে গেলে তারা ৫০ হাজার টাকা ছাড়া গাভী দেবে না বলে জানিয়ে দেয়।

এলাকাবাসী জানান, তারা সমিতির নাম করে এলাকায় দীর্ঘদিন ধরে চড়া সুদে মানুষের নিকট টাকা লাগায় ও জোর করে ভয় দেখিয়ে টাকা আদায় করে।

বিশালপুর ইউনিয়নের ওই ওয়ার্ডের ইউপি সদস্য পবন বলেন- সিবেন, চঞ্চল, গৌতম ও অশোককে ডেকে এনে সুরাহার চেষ্টা করেছিলাম তারা ৫০ টাকা ছাড়া গাভী দেবে না বলে জানিয়ে দেয়। তবে আগামী রোববার শালিসের মাধ্যমে বিষয়টি সুরাহা করা হবে বলে জানান।

এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মঈন উদ্দিন বলেন, ‘অভিযোগ পেয়ে পুলিশ পাঠিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।’