উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে আহতরা।

মো: জাকিরুল হাসান, উল্লাপাড়া (সিরাজগঞ্জ)

Location :

Ullahpara
উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন
উল্লাপাড়ায় আওয়ামী লীগ পুনর্বাসনের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন |নয়া দিগন্ত

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ তুলে বিএনপি মনোনীত প্রার্থী এম আকবর আলীর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ২৪-এর গণঅভ্যুত্থানে আহতরা।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে উল্লাপাড়া প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা অভিযোগ করেন, গত ৭ জানুয়ারি উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের প্রায় ২০০ জন পদধারী আওয়ামী লীগ নেতাকর্মীকে ফুল দিয়ে বরণ করে বিএনপিতে যোগদান করানো হয়েছে, যা জুলাই গণআন্দোলনের চেতনার সাথে সাংঘর্ষিক।

সংবাদ সম্মেলনে সিরাজগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন বলেন, ‘আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ করছি, একটি রাজনৈতিক দল স্বৈরাচার আওয়ামী লীগের শত শত নেতাকর্মীকে পুনর্বাসনের চেষ্টা করছে। যে আওয়ামী লীগ সেনা বিদ্রোহের নামে ৫৩ জন সেনা কর্মকর্তাকে হত্যা করেছে, ৫ মে শাপলা চত্বরে অসংখ্য নিরীহ আলেমকে হত্যা করেছে এবং ২০২৪-এর গণঅভ্যুত্থানে প্রায় ২ হাজার মানুষকে হত্যা ও ৩০ হাজার জনকে আহত করেছে—সেই দলের বিচার না করে পুনর্বাসন কোনোভাবেই মেনে নেয়া যায় না।’

তিনি আরো বলেন, ‘জুলাই আন্দোলনের অন্যতম প্রধান দাবি ছিল স্বৈরাচারের বিচার। বিচার ছাড়া আওয়ামী লীগ পুনর্বাসনের কোনো সুযোগ নেই। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক মাসুম আনাম হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্র-জনতার রক্তের বিনিময়ে দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। স্বৈরাচারের বিচার হওয়ার আগেই যদি পুনর্বাসনের চেষ্টা করা হয়, তাহলে ছাত্রসমাজ তা দাঁতভাঙা জবাব দেবে।’

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন- জুলাই গণঅভ্যুত্থানে আহত মহসিন রেজা (নাঈম) ও নিয়ামুল বাসির নিহাল।

তারা বলেন, আহত ও শহীদদের রক্তের সাথে বেঈমানি করে কোনোভাবেই স্বৈরাচার পুনর্বাসনের রাজনীতি সফল হতে দেয়া হবে না। আওয়ামী লীগের বিচার ছাড়া পুনর্বাসনের সুযোগ নেই।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।