বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, আজকে দেশের মধ্যে নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো যড়যন্ত্রকারী বাংলাদেশে টিকে থাকতে পারবে না। ঠিক যেমন করে কোনো ফ্যাসিস্ট বাংলাদেশে টিকে থাকতে পারে নাই। আগামী দিনেও কোনো ফ্যাসিস্ট আমাদের দেশে টিকে থাকতে পারবে না।
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে লৌহজং উপজেলার সরকারি লৌহজং বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে উপজেলা বিএনপির আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আলোচনা সভা শেষে কলেজ মাঠ থেকে কনকসার কাঠপট্টি পর্যন্ত এক বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
আব্দুস সালাম বলেন, ‘জাতি ঐক্যবদ্ধ থাকায় ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন। কত হামলা-মামলা খেয়েছেন। বাড়ি-ঘরে থাকতে না পেরেও আপনারা ঐক্যবদ্ধ ছিলেন বলেই আমরা দেশ রক্ষা করতে পেরেছিলাম।’
তিনি আরো বলেন, ‘দলের প্রতি শ্রদ্ধা রেখে আগামী নির্বাচনে আমরা ধানের শীষকে সরকার গঠন করার মাধ্যমে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বকে প্রতিষ্ঠা করে এদেশে গণতান্ত্রিক রাষ্টব্যবস্থা প্রতিষ্ঠিত করব। যেখানে থাকবে না কোনো দুঃশাসন, থাকবে না কোনো অপশাসন।’
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কোহিনুর শিকদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উন্নয়নবিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা এম এ মালেক, জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এম শুভ আহমেদ, আব্দুস সালাম মোল্লা, ওমর ফারুক, বিএনপি নেতা বাদল হাওলাদার, সাগর বেপারী, উপজেলা যুবদলের আহ্বায়ক মুক্তার হোসেন খান, আজিজুল জলিল, আলামীন খান, দেওয়ান মিঠু, ছাত্রদলের রানা হোসেন রনিসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।



