নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা মোড়ে সিএনজি স্টেশনের দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় গুলিবিদ্ধ দুইজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (১৭ আগস্ট) রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত পাঁচদোনা মোড় এলাকায় এ সংঘর্ষ চলে। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গেলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। পরে রাত সাড়ে ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় পুলিশ।
আহতরা হলেন- পাঁচদোনা এলাকার তাইজুদ্দিনের ছেলে হামিদ মিয়া (২৮) ও বিল্লাল মিয়ার ছেলে হাসান মিয়া (২৮)। অন্য আহতদের পরিচয় জানা যায়নি।
সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তার, ফুটপাত থেকে চাঁদাবাজি ও পাঁচদোনা মোড়ের সিএনজি স্টেশন দখল নিয়ে গত বছরের ৫ আগস্টের পর থেকেই বিরোধ শুরু হয় ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি লালু মিয়া ও বিএনপি কর্মী মোসাদ্দেক হোসেনের মধ্যে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই সংঘর্ষ, হামলা ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সর্বশেষ গতকাল (রোববার) রাত সাড়ে ৯টার দিকে দুই গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এ সময় একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। গোলাগুলির ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হন।
আহতদের মধ্যে গুলিবিদ্ধ হামিদ মিয়া ও হাসান মিয়াকে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য তিনজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে নরসিংদী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আনোয়ার হোসেন শামীম বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। দু’জন গুলিবিদ্ধ হয়েছেন। রাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার বা আটক করা যায়নি।’ সূত্র : ইউএনবি