নাঙ্গলকোটে পানিতে ডুবে চাচাত ভাই-বোনের মৃত্যু

নিহত দুই শিশু হলো বাহরাইন প্রবাসী আহসানের মেয়ে সাদিয়া (আড়াই বছর) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (২)।

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

Location :

Nangalkot

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুরে পানিতে ডুবে আপন চাচাত ভাই-বোনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) বেলা ১১টার শ্রীরামপুরের পশ্চিম পাড়া হাফেজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো বাহরাইন প্রবাসী আহসানের মেয়ে সাদিয়া (আড়াই বছর) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (২)।

সরজমিন গিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে সাদিয়া ও সালাউদ্দিন বাড়ির পাশের পুকুরপাড়ে খেলতেছিল। পরে অসাবধানতাবশত দুজন পুকুরে পড়ে যায়। একপর্যায়ে পরিবারের লোকজন তাদেরকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর পুকুরে নেমে তাদের খুঁজে পান। তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।