খাগড়াছড়িতে তিন অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি)। সোমবার (২৬ জানুয়ারি) জেলা সদরের বিভিন্ন এলাকার তিন পরিবারকে আর্থিক অনুদান ও জরাজীর্ণ বসতঘর মেরামতের ঢেউ টিন প্রদান করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন।
খাগড়াছড়ি ব্যাটালিয়নের (৩২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় অব্যাহত জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে জেলা সদরের তাতুকদার গ্রামের মো: মোশারফ হোসেনের মেয়ে সুলতানা বেগম ও মোহাম্মদপুর গ্রামের মো: আব্দুল মতিনের ছেলে মো: খোরশেদ আলমকে আর্থিক অনুদান দেয়া হয়। এছাড়াও ইসলামপুর এলাকার মো: আক্কাছ আলীর ছেলে মো: আব্দুল্লাহ আল ফাহাদকে বসতঘর মেরামতের জন্য ঢেউ টিন দেয়া হয়।
লেফটেন্যান্ট কর্নেল কামরান কবির উদ্দিন জানান, পার্বত্য এলাকার শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার লক্ষ্যে এ ধরণের অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার ও সহকারী পরিচালক মো: হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।



