গফরগাঁও ডেভেলপমেন্ট ফোরামের মতবিনিময় সভা

সভায় গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক অগ্রগতি, রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

Location :

Gaffargaon
গফরগাঁও ডেভেলপমেন্ট ফোরামের মতবিনিময় সভা
গফরগাঁও ডেভেলপমেন্ট ফোরামের মতবিনিময় সভা |নয়া দিগন্ত

ঢাকা ও গাজীপুরস্থ গফরগাঁওবাসী ভাইদের নিয়ে গফরগাঁও ডেভেলপমেন্ট ফোরাম আয়োজনে ফোরামের চেয়ারম্যান ও ময়মনসিংহ-১০ গফরগাঁও-পাগলা আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা ইসমাঈল হোসেন সোহেল এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকার একটি মিলনায়তনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশিষ্ট ব্যাংকার মাওলানা ইসহাক।

অনুষ্ঠানে বিশেষ মেহমান ছিলেন গফরগাঁও ডেভেলপমেন্ট ফোরামের সদস্য সচিব মাওলানা ইমদাদুল হক।

এছাড়াও গফরগাঁও উপজেলার বিশিষ্টজন, সাবেক ও বর্তমান বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, পেশাজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার সম্মানিত নাগরিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় গফরগাঁওয়ের সার্বিক উন্নয়ন পরিকল্পনা, সামাজিক অগ্রগতি, রাজনৈতিক বাস্তবতা এবং আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সবাই একমত পোষণ করেন যে, গফরগাঁওকে একটি সমৃদ্ধ, আধুনিক ও কল্যাণমুখী উপজেলায় রূপান্তরিত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।

অতিথিরা আশা প্রকাশ করেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় প্রার্থী ইসমাঈল হোসেন সোহেলকে বিজয়ী করে গফরগাঁওয়ের উন্নয়নের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে সবাই নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চ ভূমিকা রাখবেন। পরিশেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভা সমাপ্তি হয়।