কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ঝালকাঠির কাঠাঁলিয়ায় বজ্রপাতে অলিউর রহমান বিশ্বাস নামে এক কৃষক মারা গেছেন।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু
কাঁঠালিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু |নয়া দিগন্ত

ঝালকাঠির কাঠাঁলিয়ায় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে অলিউর রহমান বিশ্বাস (৫০) নামে এক কৃষক মারা গেছেন।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত অলিউর রহমান বিশ্বাস ওই এলাকার মরহুম কাছেম আলী বিশ্বাসের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য বজলুর রহমান।

স্থানীয়রা জানান, বিকেলে হঠাৎ করে ঝড়ো বাতাস শুরু হলে বাড়ির পাশের মাঠ থেকে গরু আনতে যান অলিউর রহমান। এ সময় বজ্রপাতের আঘাতে মাঠেই পড়ে যান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে অলিউরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।