‘বাংলাদেশ এখনো ক্রান্তিলগ্নে আছে, ২৪ এর গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে কিন্তু ফ্যাসিস্ট স্বৈরাচারি ব্যবস্থা এখনো পরিপূর্ণ উচ্ছেদ করা যায়নি’ বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
শুক্রবার দুপুরে (২৯ আগস্ট) গণসংহতি আন্দোলনের ২৩ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভার জাতীয় শহীদ স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গণসংহতি আন্দোলনের আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি এসময় আরো বলেন, ‘ফ্যাসিবাদের সরকার পতন হলেও পুরো ব্যবস্থা পাল্টে যাবে না, এটা আমরা অনেক আগেই বলছি সরকার এবং শাসন ব্যবস্থা বদলাতে হবে, যে শাসন ব্যবস্থা, যে সাংবিধানিক শাসন কাঠামো একটা সরকারকে ফ্যাসিস্ট হতে সহয়তা করে তার যদি বদল না ঘটে, তাহলে মানুষের আকাঙ্খা পূরণ হবে না বলেও বলেন তিনি। এসময় গণসংহতির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।