জকিগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

শুক্রবার সকালে শিশু খাদিজা সবার আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরবর্তী সময়ে তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা।

জকিগঞ্জ (সিলেট) সংবাদদাতা

Location :

Sylhet
নয়া দিগন্ত

সিলেটের জকিগঞ্জে পানিতে ডুবে খাদিজা বেগম নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা রারাই গ্রামের ময়নুল হকের মেয়ে বলে জানা গেছে।

জানা যায়, শুক্রবার সকালে শিশু খাদিজা সবার আড়ালে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরবর্তী সময়ে তাকে খুঁজে না পেয়ে একপর্যায়ে পুকুরে তাকে ভাসতে দেখে স্বজনরা। পরে তাকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এস এম আব্দুল আহাদ।

জকিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সুজন মিয়া জানান, শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। সে পানিতে পড়ে মারা গেছে।