গফরগাঁওয়ের প্রবীণ আলেম মাহমুদুল হাসান সালমানীর জানাজায় মানুষের ঢল

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তার বাবা প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা বুরহান উদ্দিন রহ:-এর প্রতিষ্ঠিত গফরগাঁও জামিয়া হোসাইনীয়া মাদরাসা ময়দানে নামাজে জানাজা সম্পন্ন হয়।

রফিকুল ইসলাম খান, গফরগাঁও (ময়মনসিংহ)

Location :

Gaffargaon
জানাজায় অংশগ্রহণকারীরা
জানাজায় অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

হাজারো ভক্তকে কাঁদিয়ে চিরবিদায় নিলেন অন্যতম ইসলামী চিন্তাবিদ, প্রবীণ আলেমে দ্বীন, গফরগাঁও উলামা সমিতির সাধারণ সম্পাদক ও দুগাছিয়া জামিয়া হোসাইনিয়া মাদরাসার প্রিন্সিপাল হজরত মাওলানা মাহমুদুল হাসান সালমানী। এ কৃতী আলেমের জানাজায় অংশ নিতে গফরগাঁওসহ আশপাশের উপজেলা ও দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসেন হাজারো মানুষ।

শনিবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় তার বাবা প্রখ্যাত আলেমে দ্বীন হজরত মাওলানা বুরহান উদ্দিন রহ:-এর প্রতিষ্ঠিত গফরগাঁও জামিয়া হোসাইনীয়া মাদরাসা ময়দানে নামাজে জানাজা সম্পন্ন হয়।

জানাজার ময়দানে লাশ নিয়ে যাওয়ার আগেই মুসল্লীদের উপস্থিতিতে পুরো ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এসময় পাশের সড়কও লোকে লোকারণ্য হয়ে ওঠে। জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ছেলে মাওলানা নাঈমুল হাসান মাসরুর। পরে মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

মাওলানা মাহমুদুল হাসান সালমানীর মৃত্যুর খবর ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঢাকা, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে তার ভক্ত, অনুসারী ও শুভানুধ্যায়ীরা জানাজায় অংশ নিতে ছুটে আসেন। শুক্রবার রাত থেকেই ভক্তসহ মুসল্লিরা মাদরাসা প্রাঙ্গণে জড়ো হতে থাকেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ঢাকার বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাসপাতাল) চিকিৎসা শেষে গফরগাঁওয়ের বাড়িতে ফেরার পথে শুক্রবার (১৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৭০ বছর। তার স্ত্রী, পাঁচ ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ গফরগাঁও উপজেলা সভাপতি মাওলানা জয়নুল আবেদীনের পরিচালনায় জানাজার আগে অনুষ্ঠিত আলোচনায় মরহুমের জীবনীর ওপর বক্তব্য রাখেন সিলেটের পীর মাওলানা শফিকুর রহমান জালালাবাদী, ময়মনসিংহের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, গফরগাঁওয়ের মুফতি আনোয়ার মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসেন সোহেল, দক্ষিণ জেলা বিএনপির সদস্য আক্তারুজ্জামান বাচ্চু, উপজেলা উলামা সমিতির সভাপতি হাফেজ মো: নুরুল ইসলাম, বিশিষ্ট আলেম মাওলানা আজিজুর রহমানসহ অন্যান্য উলামায়ে কেরাম।

বক্তারা বলেন, ‘মাওলানা মাহমুদুল হাসান সালমানী ছিলেন গফরগাঁওয়ের এক উজ্জ্বল নক্ষত্র। তার জানাজায় এত মানুষের উপস্থিতি প্রমাণ করে তিনি ছিলেন প্রকৃত অর্থেই জনগণের আলেম।’