ইবি ছাত্র সাজিদ হত্যাকাণ্ড : সিসি ক্যামেরা ফুটেজ নিয়ে প্রশ্ন

ফুটেজ ঠিক আছে, দাবি আইসিটি সেল পরিচালকের

আইসিটি সেলের পরিচালক বলেন, ‘মূল ফুটেজ ঠিক আছে তবে টেকনিক্যাল কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ডিভাইজে বা ফুটেজে সমস্যা হতে পারে।’

তাজমুল জায়িম, ইসলামী বিশ্ববিদ্যালয়

Location :

Kushtia
ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ড বিষয়ে সিটি ফুটেজ নিয়ে প্রশ্ন ওঠেছে
ইবি শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ড বিষয়ে সিটি ফুটেজ নিয়ে প্রশ্ন ওঠেছে |নয়া দিগন্ত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহর হত্যাকাণ্ড নিয়ে উচ্চতর তদন্তের সুপারিশ করেছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি।

আইসিটি সেলের নিয়ন্ত্রণে থাকা সিসি ক্যামেরাগুলোর মধ্যে একটি ক্যামেরার ফুটেজ পাওয়া গেলেও সেটির গুরুত্বপূর্ণ কিছু সময়ের ফুটেজ নেই বলে জানিয়েছেন তারা।

আইসিটি সেলের পরিচালক বলেন, ‘মূল ফুটেজ ঠিক আছে তবে টেকনিক্যাল কারণে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির ডিভাইজে বা ফুটেজে সমস্যা হতে পারে।’

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দফ্তর ও হলে থাকা সিসি ক্যামেরাগুলো সংশ্লিষ্ট দফ্তরের নিয়ন্ত্রণেই থাকে। এর বাইরে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে স্থাপিত সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রণ করে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল। আইসিটি সেল নিয়ন্ত্রিত অধিকাংশ ক্যামেরাই ঘটনার দিন নষ্ট ছিল বলে জানা গেছে। ১৭ জুলাই সাজিদের লাশ উদ্ধারের পর এসব ক্যামেরার ফুটেজ তলব করে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি। বিভিন্ন হল ও দফ্তর নিয়ন্ত্রিত ক্যামেরাসহ আইসিটি সেল নিয়ন্ত্রিত একটি ক্যামেরার ফুটেজ পেয়েছে ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি।

সূত্র জানায়, লাশ উদ্ধারের আগের দিন (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সাজিদ ফুটবল মাঠে খেলছিলেন বলে নিশ্চিত হওয়া গেছে। ৪টার পর তারা খেলা শেষ করেন বলে জানিয়েছেন অন্য খেলোয়াড়রা। আইসিটি সেল নিয়ন্ত্রিত ক্যাম্পাসের ডায়না চত্বরের সিসি ক্যামেরায় ফুটবল মাঠ সংলগ্ন রাস্তাটি দেখা যায়। তবে আইসিটি সেল থেকে প্রাপ্ত ফুটেজে বিকেল ৪টা থেকে রাত ১১টার ভিডিও ফুটেজ নেই বলে জানিয়েছেন ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমতাজ হোসেন।

এ বিষয়ে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, ‘আইসিটি সেলের সার্ভারে মূল ফুটেজ ঠিক আছে। তদন্ত কমিটি যে কপি নিয়েছেন সেই ফুটেজে বা ডিভাইজে কোনো টেকনিক্যাল ইস্যু থাকতে পারে। মূল সার্ভারে সব ফুটেজ আছে তবে কিছু টাইম এলোমেলো পাওয়া যায়। ক্যামেরার বায়োসের ব্যাটারির সমস্যার কারণেও এমন হতে পারে।’

প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ফুটেজে কোনো সমস্যা আছে কিনা সেটা আমরা খতিয়ে দেখবো।’