মিটফোর্ডে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যার প্রতিবাদে মুন্সিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে।
শনিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে প্রথমে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে বের করা হয় বিক্ষোভ মিছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামি যুব আন্দোলনের ব্যানারে অংশ নেন নানা শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তারা জানান, সাম্প্রতিক সময়ে দেশজুড়ে হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মব তৈরির মতো লাগাতার ঘটনায় প্রতিবাদে ডাক দেয়া হয়েছে এ কর্মসূচির।
এ মানববন্ধনে নির্মমভাবে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনা দেশবাসীর বিবেকে নাড়া দিয়েছে উল্লেখ করে দ্রুত সময়ের মধ্যে জড়িতদের বিচার নিশ্চিত করার তাগিদ দেয়া হয়।
মানববন্ধনে অংশ নেয়া বক্তারা বলেন, ‘রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত খুন, গুম ও গণপিটুনির মতো ভয়াবহ ঘটনা ঘটছে। বিশেষ করে মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার হৃদয়বিদারক ঘটনা খুব ক্ষোভ তৈরি করেছে মানুষের মাঝে।’