সিরাজগঞ্জের রায়গঞ্জে জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে রায়গঞ্জ পৌর জামায়াতের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের হল রুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর জামায়াতের আমির মো: হোসেন আলীর সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা মনিরুল ইসলাম জাফরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর মনোনীত সিরাজগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মাওলানা প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ।
বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাসির উদ্দিন, রায়গঞ্জ উপজেলার আমির মো: আলী মর্তুজা, নায়েবে আমির মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডা: এস এম মুনসুর আলী, পৌর সভার সাবেক মেয়র মো: মোশাররফ হোসেন আকন্দ, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা: কামরুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রশিবিরের সহ-প্রচার সম্পাদক মো: তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মাসুদ রানা। এ সময় জামায়াতের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।