আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুর রব।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইসলাম উদ্দিনের কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।
বিষয়টি নয়া দিগন্তকে নিশ্চিত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রীমঙ্গল উপজেলা শাখার সেক্রেটারি মো: আশরাফুল ইসলাম কামরুল।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাঈল হোসাইন, কমলগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাসুক মিয়া, নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক আলাউদ্দিন শাহসহ অন্য দায়িত্বশীল নেতাকর্মীরা।



