কাঁঠালিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

কাঁঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা

Location :

Kathalia
কাঁঠালিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ
কাঁঠালিয়ায় শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ |ছবি : নয়া দিগন্ত

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পারফরমেন্স বেজড গ্রান্টস সেকেন্ডারি ইন্সটিটিউশনের আওতায় উপজেলার ২০২২ ও ২০২৩ শিক্ষাবর্ষের স্কুল, কলেজ ও মাদরাসার এসএসসি, দাখিল, এইচএসসি, আলিম ও ভোকেশনাল পরীক্ষায় সর্বেচ্চ নম্বরধারী শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) উপজেলা অডিটরিয়ামে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপপরিচালক মো: জাকির হোসেন। বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: আ: জব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মু: আনোয়ার আজীম।

বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আমিনুল ইসলাম খান, মমিন উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও অধ্যাপক মো: ইমরান কবির, শিক্ষার্থী মো: মাহবুব হোসেন, তাসকিন তাহরিমা রিদমী প্রমুখ।