পাকুন্দিয়ায় স্ত্রীকে কুপিয়ে হত্যা

রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ ঘটনা ঘটে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Kishoreganj
ঘাতক সাকিব
ঘাতক সাকিব |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইভা আক্তার (২০) নামে এক নারীকে নিজ বাবার বাড়িতে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সুখিয়া ইউনিয়নের ছয়চির গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইভা ওই গ্রামের মো: ইব্রাহিম মিয়ার মেয়ে এবং একই ইউনিয়নের আগরপাট্টা গ্রামের মো: সাকিবের স্ত্রী।

সাকিব আগরপাট্টা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে এবং পেশায় একজন মালবাহী ট্রাকের হেলপার। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১০টার দিকে সাকিব শ্বশুরবাড়িতে আসেন। সেখানে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তাদের মধ্যে। এক পর্যায়ে ধারালো ছুরি দিয়ে ইভাকে কুপিয়ে পালিয়ে যায় সে। পরে আশেপাশের লোকজন আহত ইভাকে উদ্ধার করে সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ টিটু বলেন, ‘ঘটনার দিন এলাকায় মাহফিল থাকায় মাইকের শব্দে কিছু বোঝা যায়নি। মাহফিল শেষ করে ফেরার পথে এ ঘটনা শুনে পুলিশকে খবর দেই। দাম্পত্য কলহের জেরে এমনটা হতে পারে।’

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, ‘রাতেই সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে রয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হবে।’