নাটোরের লালপুরে সড়ক দুর্ঘটনায় কাওসার হোসেন মাহিম (১০) নামে এক মাদরাসা শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া দুর্ঘটনায় আব্দুল হাকিম ও সাদ আহমেদ নামে আরো দু’জন গুরুতর আহত হন।
মঙ্গলবার (২ ডিসেম্বর) ভোরে উপজেলার ২ নম্বর ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাওসার হোসেন মাহিম নুরুল্লাপুর গ্রামের কামাল হোসেনের ছেলে ও নুরুল্লাপুর দাখিল মাদরাসার ইবতেদায়ি শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
আহতরা হলেন- একই গ্রামের মরহুম আব্দুর রহিমের ছেলে সাদ আহমেদ ও মরহুম নিয়াত সরদারের ছেলে আব্দুল হাকিম।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোরে কাওসার হোসেন মাহিম ফজরের নামাজ আদায়ের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে মসজিদে যাওয়ার পথে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা কামারহাটি অভিমুখে একটি স্যালো ইঞ্জিনচালিত কুত্তা গাড়ি নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ঘটনাস্থলে মহিম, আব্দুল হাকিম ও নুরুল্লাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম সাদ আহমেদ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালপুর উপজেলা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা শেষে মাহিমকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায় এবং আহত সাদ আহমেদকে লালপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রেখে চিকিৎসা দেন।
নিহত কাওসার হোসেন মহিমের চাচা আলতাফ হোসেন জানান, ভোরে মাহিম মসজিদের সামনে পৌঁছালে একটি কুত্তা গাড়ি মহিমসহ আরো কয়েকজনকে চাপা দেয়। পরে তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটিকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।



