কয়রা (খুলনা) প্রতিনিধি
সুন্দরবন পশ্চিম বিভাগের অধিনস্থ আদাচাই বন টহল ফাঁড়ির বন রক্ষীরা বিশেষ অভিযান চালিয়ে বিষ প্রয়োগ করে মাছ ধরার অপরাধে ২ জন জেলেকে আটক করেছে।এ সময় তাদের নিকট থেকে ২টি নৌকা, ১০ বোতল কীটনাশক, অবৈধ ভেশাল জালসহ হরিণ ধরার ফাঁদ উদ্ধার করে।
মঙ্গলবার (২৪ জুন) রাত ৮ টার দিকে আদাচাই বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাহবুবুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে শেখেরখাল এলাকা হতে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলেন- কয়রা উপজেলার তেতুলতলা গ্রামের আকবার পাড় (৫২) ও শফিকুল সানা (৩৮)।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) এ জেড এম হাছানুর রহমান বলেন, ‘আটক জেলেদের বিরুদ্ধে বন আইনে মামলা করা হয়েছে। তাদেরকে বুধবার (২৫ জুন) সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’