হাবিপ্রবিতে গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ৩টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউকান)-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

হাবিপ্রবি প্রতিনিধি
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি
গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক কর্মসূচি |নয়া দিগন্ত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) জলবায়ু সুরক্ষা, নবায়নযোগ্য শক্তির সম্প্রসারণ ও টেকসই কৃষিতে বিনিয়োগ বাড়ানোর দাবিতে ‘গ্লোবাল ক্লাইমেট স্ট্রাইক’ কর্মসূচি পালন করা হয়েছে।

শুক্রবার (১১ এপ্রিল) দুপুর ৩টার দিকে ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক (ইউকান)-এর নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘বেঁচে থাকার অধিকার, জলবায়ু সুবিচার’, ‘আমরা হারাবো না, পরিবেশ দূষণ করবো না’ ইত্যাদি স্লোগান দেন।

ইয়াং ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক হাবিপ্রবির সহ-প্রতিনিধি সুমাইয়া বিনতে মাহবুব অতসীর সঞ্চালনায় বক্তব্য দেন হাবিপ্রবি প্রতিনিধি মো: রাইজুল ইসলাম।

প্রতিবাদী এই কর্মসূচিতে বক্তারা বলেন, আজকে আমরা উপস্থিত হয়েছি যে দাবি নিয়ে সেইটা শুধু আমাদের দাবি না, এইটা সবার দাবি। আমরা যে দাবি তুলে ধরেছি, তা বাস্তবায়ন করতে হবে। না হলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে না। এজন্য পরিবেশ রক্ষায় আমাদের কাজ করতে হবে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মাধ্যমে আমরা সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারি। পরিবেশের স্বার্থে সবাইকে একসাথে কাজ করতে হবে।

এ কর্মসূচিতে ইউকানের হাবিপ্রবি প্রতিনিধি মো: রাইজুল ইসলাম বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাব এখন আর কেবল ভবিষ্যতের ভয় নয়, বরং বর্তমান বাস্তবতা। আমাদের নদী, কৃষি, স্বাস্থ্য এবং জীবনধারা ইতোমধ্যেই এর নেতিবাচক প্রভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় যুবসমাজ চুপ থাকতে পারে না। আমরা চাই উন্নয়ন হোক পরিবেশের প্রতি খেয়াল ও যত্ন রেখে, মানুষের অধিকারকে প্রাধান্য দিয়ে। দিনাজপুর থেকে আমাদের এই সম্মিলিত কণ্ঠ বিশ্বনেতাদের উদ্দেশে একটি স্পষ্ট বার্তা ‘আমাদের ভবিষ্যৎ বিক্রি করা যাবে না’।

তিনি আরো বলেন, ‘এই আন্দোলন কেবল প্রতিবাদ নয়, এটি একটি দায়িত্ববান প্রজন্মের দাবি- একটি সবুজ, নিরাপদ ও ন্যায্য পৃথিবীর জন্য।’