নোয়াখালী পৌরসভা ও সদরে দাঁড়িপাল্লার পক্ষে মোটর শোভাযাত্রা

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভা গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

মুহাম্মদ হানিফ ভুঁইয়া, নোয়াখালী অফিস

Location :

Noakhali
নোয়াখালীতে জামায়াতের মোটর শোভাযাত্রা
নোয়াখালীতে জামায়াতের মোটর শোভাযাত্রা |নয়া দিগন্ত

নোয়াখালী-৪ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতে আমির ইসহাক খন্দকারের নেতৃত্বে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী সদরে দাঁড়িপাল্লার পক্ষে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভা গেট থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

শোভাযাত্রায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে উচ্ছ্বসিত হয় নোয়াখালী-৪ আসনের জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। এ সময় দাঁড়িপাল্লার প্রতিকৃতি, দলীয় ও জাতীয় পতাকা বহন ছাড়াও একই রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় নেতা-কর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলার আমির হাফেজ মহিউদ্দিন, শহর আমির মাওলানা মো: ইউসুফ, সদর সেক্রেটারি ডা: মিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা মো: মায়াজ, জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নাজমুল ইসলাম শামিম, নোয়াখালী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রাকিব আব্দুল্লাহ প্রমুখ।